Rabindra sangeet by @SiamAlMahmud <br /><br />Details of the song:<br />Parjaay: Prakriti (198)<br />Upa-parjaay: Basanta (11)<br />Taal: Dadra<br />Raag: Kalingara<br />Written on: 1928 (1 Phalgun 1334)<br />Swarabitan: 3<br />Notation by: Dinendranath Tagore<br /><br />একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--<br />তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।<br /><br /> কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,<br /> তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥<br /><br />যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে<br />চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।<br /> যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,<br /> তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥<br /><br />রাগ: কালাংড়া<br />তাল: দাদরা<br />রচনাকাল (বঙ্গাব্দ): ২ ফাল্গুন, ১৩৩৪<br />রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯২৮<br />রচনাস্থান: শান্তিনিকেতন<br />স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর<br /><br />Thank you so much for listening to my song. If you like it kindly subscribe to my channel for more songs. Please leave a comment below.